You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে আহত শিশু খাদিজার (৯) পরিবারের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বাবা আতাব আলীর কাছে তার মেয়েকে হস্তান্তর করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, শিশুটির বাবা ওই ট্রেনেই ছিলেন। পরবর্তী স্টেশনে ট্রেনটি থামার পর শহরে এসে তিনি বিভিন্ন স্থানে মেয়েকে খোঁজাখুঁজি করেন। পরে খাদিজা পুলিশের কাছে রয়েছে জানতে পেরে তিনি ও তার ছেলে কোতোয়ালি মডেল থানায় আসেন। পরে মেয়েকে তাদের কাছে তুলে দেওয়া হয়। এর আগে, বেলা ১১টার দিকে নগরের মিন্টু কলেজ রেল গেট এলাকায় চলন্ত অবস্থায় ডিশ লাইনের তারে বেজে জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে শিশুসহ দুইজন পড়ে যায়। এ সময় এক যুবক মারা গেলেও শিশুটি ভাগ্যক্রমে বেঁচে যায়। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর পুলিশের হেফাজতে রাখা হয়।