ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবির শিক্ষককের ছেলে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বাকৃবির শিক্ষককের ছেলে স্কুলছাত্রের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে সোয়াইব নামে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বারের মোড়ে অবস্থিত রেললাইনে এই ঘটনাটি ঘটে।

সোয়াইব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের বড় ছেলে। সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের ৯ম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলেন। তার মা আহমেদ শিমু একজন লেখিকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন।

তিনি জানান, সোয়াইবের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।