গত ২৪ ঘণ্টায় ৮ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। এরমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ ৭ জন, বগুড়ার কাহালু ও শেরপুরে ৮ জন, ময়মনসিংহে ৩জন, পাবনায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী এক পরিবারের ৩ জন, সিরাজগঞ্জে ৩ জন, গাজীপুরে ২ জন, ফটিকছড়িতে একজন ও কাওরানবাজারে একজন মারা যান।  বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় ট্রাক চাপায় স্বামী -স্ত্রী শিশু সন্তানসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ সময় এক নবজাতকও আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫), তার ৮ মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি চাপাদেয়। ঘটনা স্থলেই একই পরিবারের জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তার মেয়ে জান্নাত (আড়াই বছর) নিহত হয়। অন্তঃসত্ত্বা রত্নার গর্ভে থাকা নবজাতক চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রæতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০ ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপাদেয়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। ভুমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়া সংবাদদাতা জানান, বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দরগাহাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৪ বাসযাত্রী নিহত ও আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। তবে সকালে রিপোর্টটি লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৬ই জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের দুল্যা মুনসুর নামকস্থানে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও গোড়াই হাইওয়ে থাকা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বালুভর্তি ট্রাক মহাসড়কে থেমে

থাকা অবস্থায় পেছন থেকে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় বাসের পেছনে থাকা অপর একটি মাইক্রোবাসও নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাইক্রোবাসের যাত্রী মো. ইউসুফ আলী জানান, পাবনা থেকে ঢাকা যাচ্ছিলাম। এসময় মহাসড়কের ওইস্থানে পৌঁছালে সামনে থাকা বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়, আমাদের মাইক্রোবাসটিও বাসের পেছনে ছিলো তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।

কাশেম নামের এক ব্যক্তি জানান, আমার দুলাভাই সেনাবাহিনীর সদস্য আব্দুর রাজ্জাক।

চাকরিতে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশে বিনিময় বাসযোগে ঢাকা যাচ্ছিল। সে বাসের ডানপাশে থাকায় মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঘাটাইল সেনানিবাসে নেয়া করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হলেও সকাল ৭ টার মধ্যে এটি স্বাভাবিক হয়ে যায়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল বলেন, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি একজনের লাশ হাসপাতালে রয়েছে। তাদের সবার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাবনা থেকে সংবাদদাতা জানান, পাবনার সাঁথিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা ভাতিজা।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় দিকে একই পরিবারের ৩ জন শাহজাদপুরের যাচ্ছিল। পাবনার সাঁথিয়ার ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় সিটকে পড়লে বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে তাদের চাপা দেয়। এ সময় মতিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান।
সাঁথিয়ার ওসি তদন্ত কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে মেডিকেল সংবাদাদা জানান, রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে পান্থকুঞ্জ পার্কের কোনায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম বিশ্বাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাবুদ্দিন জানান, আমরা খবর পেয়ে সোনারগাঁও হোটেলের পাশে পান্থকুঞ্জ পার্কের কোণায় রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আশেপাশের লোকজনের মুখে জানতে পারি নিহত যুবক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওই গাড়িতেই পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার