You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের ট্রাক চাপায় নিহত জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর বেচে যাওয়া শিশু কন্যাটিকে দেখতে আজ স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও ময়মনসিংহের চরপাড়া মোড়স্থ লাবিব প্রাইভেট হাসপাতালে দেখে প্রতি মাসে ১ হাজার টাকা করে ১৫ বছর পর্যন্ত স্কিম প্রদানের ঘোষণা দেন এবং ব্যাংকের পক্ষ থেকে এককালীন অনুদানের আশ্বাস দেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সাথে টেলিফোনে মেয়েটির সার্বিক ভরনপোষন ও তার বাকি এক ভাই এক বোনেরও জীবিকা নির্বাহের বিষয়ে বিস্তারিত কথা বলেন। এসময় লায়ন্সের ডিস্ট্রিক গভর্ণর লায়ন এমএ কাশেম, ময়মনসিংহ স্ট্যান্ডার্ড ব্যাংকের জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন ফকির, ব্যবসায়ী আব্দুর রহমান ও ময়মনসিংহ লাবিব প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী মোঃ শাহ জাহানসহ স্ট্যান্ডার্ড ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন ফিরোজুর রহমান অলিও কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি লায়ন্স ক্লাব থেকে অনুপ্রাণিত হয়ে সামাজিক নানা কাজ করে থাকি। তারই প্রেক্ষিতে ময়মনসিংহের এই ঘটনাটি শুনে এবং বেচে যাওয়া শিশুটির মুখ দেখে ভীষণ মায়া সৃষ্টি হলে আমি তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আসি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারি ময়মনসিংহের জেলা প্রশাসক মেয়েটির সার্বিক দায়িত্ব নিয়েছেন এবং মেয়েটিকে দেখভাল করার জন্য লাবিবের স্বত্বাধিকারী মোঃ শাহ জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে যেনে বিষয়টি আমার ভালো লেগেছে। আমি ময়মনসিংহ স্ট্যান্ডার্ড ব্যাংকের জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন ফকিরকে নির্দেশ দিয়েছি মেয়েটি সহ তার ভাই-বোনটিরও খোজ খবর নিতে। তিনি শেষে ত্রিশাল মঠবাড়ী এলাকায় নিহত জাহাঙ্গীর ও তার স্ত্রীর কবর জিয়ারতসহ দুটি সন্তানদের দেখতে যান।