নতুনবাজারে রাস্তা-ফুটপাত দখল উচ্ছেদে মসিকের অভিযান; দোকানীদের লিখিত মুচলেকা

নতুনবাজারে রাস্তা-ফুটপাত দখল উচ্ছেদে মসিকের অভিযান; দোকানীদের লিখিত মুচলেকা

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ
মাসব্যাপী ক্রমাগত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর নগরীর নতুনবাজারের অবৈধ দখলদার ব্যবসায়ীরা রাস্তা ও ফুটপাত দখল করে আর ব্যবসা পরিচালনা করবে না মর্মে মুচলেকা প্রদান করেছে ।
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নিকট এ মুচলেকা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা নতুনবাজারের অবৈধ দখল উচ্ছেদে গত ১ মাসে ১২টি অভিযান পরিচালনা করেন এবং মালামাল জব্দ করা সহ বিভিন্ন পরিমানে জরিমানা করেন। এছাড়াও বিভিন্ন সময় মসিকের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নতুনবাজারের দখল রোধে অভিযান পরিচালনা করেছেন।
আজ সকালে নতুনবাজারে পরিচালিত অভিযানে ৩ জনকে ৩ মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
তিনি জানান, রাস্তা-ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করে যানজট ও জজনভোগান্তি লাঘবে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর এ বিষয়ে নির্দেশনা রয়েছে। রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি সৃষ্টি করা হলেও বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।