ত্রিশালের নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৬৭ হাজার টাকা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে অর্থসহায়তা পাঠাচ্ছেন দানশীল মানুষ।

মঙ্গলবার (১৯ জুলাই) প্রথম দিন ছয় ঘণ্টায় ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬৭ হাজার টাকা।মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান।তিনি লেন, সকাল ১০টা থেকেই অ্যাকাউন্টটিতে টাকা জমা শুরু হয়েছে। সবশেষ বিকেল ৪টায় পাওয়া স্টেটমেন্টে দেখা গেছে ৬৭ হাজার টাকা জমা হয়েছে। এভাবে আরও টাকা জমা হবে বলে আশা করছি।এর আগে সোমবার (১৮ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়।‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী অ্যাকাউন্টটির নম্বর ‘৩৩২৪১০১০২৮৭২৮’।

নবজাতক ও তার দুই ভাই-বোন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের দাদা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার