অ্যাড. জালাল উদ্দিন খান হলেন বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান

অ্যাড. জালাল উদ্দিন খান হলেন বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ অঞ্চলের সর্বজন শ্রদ্বেয় বিশিষ্ট আইনজীবী ও ত্যাগী আওয়ামী লীগ  নেতা অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিল ঢাকায় ২০ জুলাই এক সভায় এই নির্বাচন করা হয়।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হন।

জালাল উদ্দিন খান বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত  হওয়ার খবর ছড়িয়ে পড়লে ময়মনসিংহ অঞ্চলের আইনজীবীদের মাঝে আনন্দ বিরাজ করে। অনেকে ফোনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়াও তিনি বার কাউন্সিলের সদস্য-ফাইন্যান্স কমিটি, সম্মানিত সদস্য-ল রিফর্ম কমিটি, সম্মানিত সদস্য- রুল এন্ড পাবলিকেশন্স কমিটি, সম্মানিত
সদস্য-কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটি সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্তহয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতার বাইরে থাকা অবস্থায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের নানা নিপীড়ণ মামলা ও হামলার বিরুদ্ধে তার নেতৃত্বে একদল
আইনজীবী আদালতে বিনাখরচে আইনী সহয়তা দিয়ে মামলার মোকাবলা করেন যুবলীগের সাবেক সফল নেতা এবং আওয়ামী লীগের ত্রিশাল ও ময়মনসিংহ জেলাপর্যায়ে সৎ পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান ।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খান সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও তার সুদক্ষ যোগ্য নেতৃত্বদানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক অগ্রগতি সাধিত হচ্ছে। তিনি জেলার ঐতিহ্যবাহী বড় মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি, দেশের স্বনামধন্য কওমি মাদ্রাসা ময়মনসিংহ নগরীর জামিয়া ইসলামিয়া চরপাড়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন। এছাড়াও বায়তুল হামদ জামে মসজিদেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন খানের বড় পূত্র ব্যারিস্টার সাইদ আব্দুল্লাহ আলম মামুন সুপ্রিমকোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন । তার ছোট পূত্র সাইদ আদিত রহমান খান বিবিএ অধ্যয়নরত।