মতিউল আলম, বিএমটিভি নিউজঃ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসেবে খ্যাত আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা বাংলাদেশে জমি সহ ঘর পেলেন ২৬ হাজার ২২৯ পরিবার। এর মধ্য দিয়ে পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলাসহ ৫২টি উপজেলা ভূমিহীন গৃহহীনমুক্ত হলো, যার মধ্যে ময়মনসিংহ জেলার ভালুকা, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলা রয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেড়ামারিতে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দাইল প্রান্তে যুক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এই ধাপে ময়মনসিংহ জেলার ২৮৭টি পরিবার জমিসহ ঘর পেলেন। নান্দাইল প্রান্তে যুক্ত থেকে স্থানীয় পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, নান্দাইল পৌর মেয়র মোহাম্মদ রফিক উদ্দিন ভূঁইয়া,
নান্দাইলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর। আলোচনায় অংশ নিয়ে অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যে ঘরগুলো পাচ্ছে সেগুলো কেবল ঘর নয় বরং এক একটি স্বপ্নের ঠিকানা। জমিসহ ঘর করা হয় গৃহহীন, দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এত অল্প সময়ের মধ্যে বিশাল সংখ্যক মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির বিশ্বে আর নেই।
উল্লেখ্য ‘মুজিব বর্ষ’ উপলক্ষে এখন পর্যন্ত এক লক্ষ ৮৫ হাজার ১২৯টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। যার মধ্যে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৩৫ উপজেলার ৯ হাজার ১২২টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।