ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনে শামসুদ্দিন সভাপতি ও ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনে শামসুদ্দিন সভাপতি ও ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ ১৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য আবুল কালাম মো. শামসুদ্দিনকে সভাপতি ও ইকবাল হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সম্মেলনস্থলে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আড়েং ও মারুফা আক্তার পপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।