আব্দুল খালেক পিভিএম ।। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণে প্রতিষ্ঠান পর্যায়ে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২০ এ পুরস্কারে ভূষিত হয়েছে উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস।ঢাকায় আগারগাঁও বন অধিদপ্তরের হৈমন্তি অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এর নিকট থেকে টিএমএসএসের পক্ষে পুরস্কার গ্রহন করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।
টিএমএসএস করোনাকালীন সময়ে সারা দেশব্যাপী এক কোটি ঔষুধি,ফলোদ ও বনজ চারা বিতরণ করে।বসত বাড়ি ও রাস্তার পাশে বাগান,ব্লক প্লান্টেশন হিসাবে এ চারা রোপণ করা হয়।এছাড়াও দেশের উদ্যোক্তা পরিবারের মধ্যে অর্থ বিনিয়োগ ও তাদের প্রশিক্ষণ দিয়ে পাঁচ শতাধিক নার্সারী সৃষ্টি করা হয়।এ নার্সারীর প্রতিটিতে গড়ে পাঁচটি করে পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।গ্রাম বাংলার হাটবাজারে এ চারাগাছ বিপণন হয়ে থাকে।ফলে বাংলার গ্রামাঞ্চল সবুজায়ন হচ্ছে। জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ও একই মন্ত্রণালয়ের সচিব ড.ফারহিনা আহমেদ প্রমুখ। টিএমএসএস জাতীয় পুরস্কারে মনোনীত হওয়ায় অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর এক প্রতিক্রিয়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিব গন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।