ঢাকায় গাক ও নারিশ কোম্পানির মধ্যে”সমঝোতা চুক্তি স্বাক্ষর”

ঢাকায় গাক ও নারিশ কোম্পানির মধ্যে”সমঝোতা চুক্তি স্বাক্ষর”

BMTV Desk No Comments

উত্তরাঞ্চল প্রতিনিধি ।।জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-RMTP ও NOURISH (পোল্ট্রি & হ‍্যাচারী লিমিটেড) এর মধ‍্যে ২৪/৭/২২ তারিখ ঢাকায় এক সমোঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।এ সমোঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ‍্যমে বাংলাদেশে প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন কর্মকান্ড গতিশীল,বেগবান ও আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করে গাক-RMTP (Safe Meat &Dairy Products) প্রকল্প।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির নানা দিক নিয়ে আলোচনা করেন সেক্টর স্পেশালিস্ট-লাইভস্টক,RMTP, পিকেএসএফ এর ডাঃ এস এম নিয়াজ মাহমুদ,ডেপুটি ম‍্যানেজার (কার্যক্রম),পিকেএসএফ এর মজনু সরকার,নারিশ কোম্পানির এভিপি মোঃ সামিউল আলম,নারিশ কোম্পানির প্রধান কর্যালয়ের উর্ধ্বতন কমকর্তা ও গাক’র উর্ধ্বতন কর্মকর্তা সরদার জিয়া উদ্দিন,(Coordinator-C&D),প্রকল্প ব‍্যাবস্থাপক ডাঃ জিয়াউর রহমান ও আরএমটিপি প্রকল্পের আটটি সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব‍্য দেন ডা:এস এম নিয়াজ মাহমুদ (পিকেএসএফ)। এ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ‍্য বাংলাদেশে নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে নিরাপদ গো-খাদ‍্যের চাহিদা, প্রয়োজনীয়তা ও বর্তমানে প্রাণিসম্পদ সেক্টরের অবস্থান সম্পর্কে তুলে ধরা।চুক্তি স্বাক্ষরের ফলে পিকেএসএফ ও নারিশ ফিড কোম্পানির সমন্বয়ে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন‍্য উৎপাদনে সারাদেশে বিশাল এক পরিবর্তন আসবে বলে মনে করেন পিকেএসএফ ও নারিশ কোম্পানির প্রতিনিধিবৃন্দ।