স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশিষ হোড়, যুগ্মসাধারণ সম্পাদক শওকত ওসমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বেশ কয়েকজন ভুক্তভোগীও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিষ্টার মোঃ রায়হান হাবিব, দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল কুদ্দুছ মিলে একটা সিন্ডিকেট করেছেন। যেকোনো প্রকার দলিল রেজিষ্ট্রেশন করতে গেলে সরকারি ফি ব্যাতীত সমিতির নামে সর্বনিম্ন দশ হাজার টাকা সাব রেজিস্ট্রারের নামে দলিল প্রতি চার হাজার টাকা করে অতিরিক্ত ফি আদায় করা হয়। অতিরিক্ত টাকা না দিলে দলিল হয়না।
এসময় বক্তারা আরও বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ করেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম খান (বিপ্লব) বলেন, আমরাও সংবাদ সম্মেলন করে এই সংবাদ সম্মেলনের জবাব দেবো। আমরা কোন অনিয়ম করিনি।
এ বিষয়ে সাব রেজিষ্ট্রার রায়হান হাবিব বলে, এ অফিসে কারো কাছ থেকে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পায়নি। কেউ যদি সরকারি ফি এর চেয়ে অতিরিক্ত টাকা নেয় তাহলে প্রথমে আমার কাছে অভিযোগ করা উচিত। যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের সাথে দলিল লেখক সমিতির রাজনৈতিক বিরোধ থাকতে পারে।