আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের অধীন যশোর জেলার বাঘার পাড়া উপজেলার টিএমএসএসের বাঘার পাড়া নতুন শাখা ২৫/৭/২২ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বাঘার পাড়া নতুন শাখার নবাগত ম্যানেজার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিএমএসএসের বাঘার পাড়া নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘার পাড়া থানার ওসি তদন্ত মোঃ মকবুল হোসেন।শাখা উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাঘার পাড়া অগ্রণী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ মনিরুজ্জামান ও সাংবাদিক ফারুক হোসেন বিশ্বাস।প্রধান অতিথি মোঃ মকবুল হোসেন এ এলাকায় নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন,নতুন সদস্য নির্বাচন করে নতুন,নতুন দল গঠন করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি এ শাখার কর্ম এলাকায় বিশেষ কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি ঋণ বিতরনে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রমে গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের সহকারী ডোমেইন প্রধান আরিফুর রহমান,জোন প্রধান মোঃ জাহাঙ্গীর আলম ও অঞ্চল প্রধান মোঃ আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক। তিনি কর্মক্ষেত্রে সকল কর্মকর্তাদেরকে বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তালমিলিয়ে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।এ নতুন শাখার ২২জন নবাগত সদস্যদের মধ্যে ১৩ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।