You must need to login..!
Description
আব্দুল খালেক পিভিএম।। দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের,খুলনা জোনের অধীন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার,ফকিরহাট নতুন শাখা ২৭/৭/২২ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফকিরহাট নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ফকির,পূবালী ব্যাংকের ফকিরহাট শাখার ম্যানেজার মোঃ রবিউল ইসলাম ও ফকিরহাট মডেল থানার এস আই মোঃ ওহিদুজ্জামান প্রমুখ।প্রধান অতিথি স্বপন কুমার দাস কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা এ শাখার কর্ম এলাকায় বিশেষ কার্যক্রম চিহ্নিত করে কর্মকান্ড পরিচালনা করবেন।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করায় টিএমএসএস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক,সহকারী ডোমেইন প্রধান আরিফুর রহমান,খুলনা জোন প্রধান মোঃ সাজ্জাদ হোসেন,বাগেরহাট এরিয়া প্রধান মোঃ কামাল হোসেন ও ফকিরহাট নতুন শাখার প্রধান পলাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। ফকিরহাট নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।তিনি সকল কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তালমিলিয়ে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ নতুন শাখার ২৪ জন নবাগত সদস্যদের মধ্যে ৭ লাখ ৭৪ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।