ভালুকার এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের মা হলেন

ভালুকার এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের মা হলেন

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ভালুকার লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন । চার নবজাতকের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
গৃহবধূ লাবনী আক্তার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী। সে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।

বুধবার (২৭ জুলাই) রাতে মিজান মিয়া বলেন, গত সোমবার (২৫ জুলাই) চিকিৎসার জন্য আমার স্ত্রীকে ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ওই রাতেই প্রসব ব্যথা অনুভব করে লাবনী। পরে রাত ৯টার দিকে ওই হাসপাতালে নরমাল ডেলিভারিতে চার সন্তানের জন্ম দেয় আমার স্ত্রী। মিজান-লাবনী দম্পতির পাঁচ বছর বয়সী আরও এক ছেলে রয়েছে।

তিনি জানান, নবজাতক অপরিপূর্ণ হওয়ায় ওই দিন ভোররাতে ধানমন্ডির বেসরকারি লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। সেখানেই এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকদের মা সুস্থ আছেন।