আব্দুল খালেক পিভিএম।। ফটিকছড়ি উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক উপজেলা সমাবেশ ২৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন সম্পর্কে ও সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলার,জেলা কমান্ড্যান্ট ও পরিচালক মুহাম্মদ আশরাফ হোসেন সিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হামিদ। ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ,আনসার ও ভিডিপি সদস্য,সদস্যাগণ,ইউনিয়ন দলপতি,দলনেতী,বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।সমাবেশে অর্ধশত আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়!