বগুড়ার টিএমএসএসের কলা প্রকল্প পরিদর্শন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন প্রতিনিধি দলের

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম ।।  দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের সেপ কলা প্রকল্প পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ এ.কিউ.এম গোলাম মাওলা।প্রতিনিধি দল ২৮ জুলাই বগুড়ার টিএমএসএসের সেপ কলা প্রকল্প সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শন কালে প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মোঃ মেসবাহুর রহমান,সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, টিএমএসএসের সেপ-কলা প্রকল্পের মোঃ আব্দুল কুদ্দুস ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারাবৃন্দ।কলা প্রকল্প পরিদর্শন পরবর্তী পিকেএসএফের প্রতিনিধি দল টিএমএসএসের কর্মকর্তাদের সাথে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সভাপতিত্বে বগুড়ার প্রধান কার্যালয়ে টিএমএসএসের সেপ কলা প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে প্রকল্পের অগ্রগতি ও টিএমএসএসের বিভিন্ন সামাজিক,মানবিক তথা সার্বিক কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,উপনির্বাহী পরিচালক ও সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,অপারেশন-১,বগুড়া ডোমেইন,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম ও সেপ কলা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ আব্দুল কুদ্দুসসহ টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন। আলোচনায় টিএমএসএসের সেপ কলা প্রকল্পের অগ্রগতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করে দিক নির্দেশনা দেন।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার