ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ আসামী গ্রেফতার ২৮

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ আসামী গ্রেফতার ২৮

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ২৮ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ আশপাশ এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনোর আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত  ২৮ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, ফারুক আহম্মেদ, অসীম কুমার দাস, উত্তম কুমার দাস, রাশেদুল ইসলাম, আনিছুর রহমান, শাহ মিনহাজ উদ্দিন, কামাল হোসেন, শাহজালাল, কুমোদলাল দাস
এবং এএসআই(নিঃ)মাহমুদুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, হযরত আলী, সুজন চন্দ্র সাহা, সোহেল রানা প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ২১টি জিআর বডি তামিল করেন।


জিআর মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । ময়মনসিংহ কোতোয়ালীর আকুয়া মোড়লপাড়া মোঃ রিফাত ,কাঠগোলা জেলখানা বালুরঘাটের ,মোঃ সোহাগ (২৬), তারাগাইয়ের মোঃ সিরাজ মিয়া (৫৫), ফদিয়ার চরের আসান উল্লাহ ওরফে আসান, কৃষ্টপুর দক্ষিনপাড়ার ইমরান, পাটগুদাম (অংশ), পাটগুদাম মদের ডিপো এলাকার ইমরান হোসেন ওরফে রিফাত, অষ্টধার বাজারের রানী (৫২),-অষ্টধার বাজারের মোস্তফা (৫৫), বাশবাড়ী কলোনীর মোঃ সোহাগ মিয়া, অষ্টধার বাজারের আলা উদ্দিন (৪০), দখুনী (৩৮), আকুয়া (আকুয়া গরুর খোয়ার) হানিফ মিয়া, কৃষ্টপুর দক্ষিনপাড়া, কৃষ্টপুরের ফারুক, ৪২/এফ বাঘমারার মোঃ মিরাজ আহম্মেদ (পলাতক),-চর ভবানীপুর কেড়ই গাছতলার সুরেশ রবিদাস, পাঠান সাহেবের বাড়ী-১১নং ওয়ার্ড, আকুয়া মাদ্রাসা কোয়াটার, মোমিনুল ইসলাম রিফাত (২১), সেহড়া ধোপাখলার মোঃ জাকির ওরফে মাইকেল,বাশবাড়ী কলোনীর অমিত (২২), কিসমত গ্রামের মোঃ আসাদ মিয়া (৪২),খাগডহর ঘুন্টির মোঃ সোহাগ মিয়া (৩২),রঘুরামপুর (সবজিপাড়া) মোঃ ইয়াছিন (২৩)।

এসআই (নিঃ) নিরুপম নাগ এবং এএসআই(নিঃ) রেজাউল করিম, আল আমিন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, রুহুল আমিন প্রত্যেকে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া মোট ০৬টির সিআর বডি তামিল করেন।
সিআর মামলার পরোয়ানাভূক্ত ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালীর ভবানীপুর কোনাপাড়া, কট্রার মোড়উজ্জল মিয়া, ৭৫, এবি গুহ রোড, শিববাড়ীর অনুপম দাস, মাইজবাড়ীর মোঃ ফারুক হোসেন ওরফে পচা মিয়া ও, সাইফুল ইসলাম, নাটক ঘরলেন, বাইলেন কয়লা ওয়ালাপাড়ার পাপ্পু, ১৭৪/৫ আরকে মিশন রোড, সেহড়ার, অনুপম রানী দে, চর গাঘড়ার রহমত আলী রামু,

এসআই(নিঃ) টিটু সরকার ০১টি সাজাপ্রাপ্ত আসামী সিআর বডি তামিল করেন। সিআর সাজাপ্রাপ্ত আসামী হলেন কোতোয়ালী, সুহিলা পশ্চিমপাড়া, (আলীরবাড়ী), মুন্তাসির বিল্লাহ ওরফে সারোয়ার । উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।