আব্দুল খালেক পিভিএম ।। ইমেরিটার্স অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ.বি.এম আব্দুল্লাহ ১আগষ্ট বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তারী পেশা সেবামূলক ও মহৎ পেশা।ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হতে হবে,তাহলে জীবনের মর্যাদা অর্জিত হবে।তিনি বলেন কঠিন পরিশ্রম করলে জীবনে বড় ডাক্তার হওয়া যায়।সেজন্য তিনি নবাগত শিক্ষার্থীদের কঠিন অধ্যাবসায় ও পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দেন।
টিএমএসএস মেডিকেল কলেজ ও টিএমএসএস মেডিকেল ডেন্টাল ইউনিটে এমবিবিএস ১৪তম ব্যাচ,বিডিএস ১০ম ব্যাচ ও পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও নতুন ক্লাস সূচনা অনুষ্ঠানে অধ্যাপক ডা.এ.বি.এম আব্দুল্লাহ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।তিনি আরোও বলেন,সমাজে প্রতিষ্ঠা লাভ করতে অনেক প্রতিযোগিতায় সফল হতে হবে।সেজন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের উপদেশ দেন।তিনি টিএমএসএস এর বিভিন্ন সামাজিক,মানবিক ও সেবামূলক উন্নয়ন কর্মকান্ডের ভূমিকা তুলে ধরে বলেন,টিএমএসএস একাধারে মেডিকেল,নার্সিং, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দেশের শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন মুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে দেশের উন্নযনে অবদান রাখছে।টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকারের সভাপতিত্বে প্রফেসর ডাঃ একেএম মাসুদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী বেসরকারী মেডিকেলে ৫% কোঠায় দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়।এ কোঠা প্রকৃতভাবে যাদের পাওয়া দরকার তারা যাতে বঞ্চিত না হয় সেজন্য তিনি এ কোঠা সংস্কারের যৌক্তিকতা তুলে ধরেন।অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটা.ডা:মোঃ মতিউর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা:মওদুদ হোসেন আলমগীর,টিএমএসএস চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান অধ্যাপক ডা: অনুপ রহমান চৌধুরী,টিএমসি এন্ড আরসিএইচ এর পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা: মোঃ জামিলুর রহমান,একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা:মোঃ জাকির হোসেন ও ডেন্টাল ইউনিট প্রধান ডা:মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ও বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু,সুন্দর ও শান্তি পূর্ণভাবে সমাপ্ত হয়।