You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মু্ক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং ক্রীড়া ফেডারেশনের সামনে মাসব্যাপী দৃষ্টিনন্দন ব্যানার স্থাপন। 5 আগস্ট সকাল ৮টায় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। সকাল 10টায় ভার্চুয়াল মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ; বাদ জুমা সকল মসজিদ ও মাদ্রসায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল। এইসাথে মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। ময়মনসিংহ যুব প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক চারা গাছ বিতরণ করা হবে। এছাড়া সার্কিট হাউস মাঠে
ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হকি ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থাকবে।
তথ্য অফিসের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, চায়না মোড়, নতুন বাজার মোড়, টাউন হল মোড়ে ক্যাপ্টেন শেখ কামালের জীবনীভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। ময়মনসিংহের সকল উপজেলাতে দিবসের সাথে সংগতি রেখে একই ধরণের কর্মসূচি পালন করা হবে। ময়মনসিংহ জেলা প্রশাসন সকল আয়োজন সমন্বয় করবে।