
You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে বিকাল ৫টায় ফুলবাড়ীয়া উপজেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা কালী মন্দিরের সামনে সমাবেশে বক্তারা বলেন, জনস্বার্থে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করতে গিয়ে আমার ভাই নূরে আলম ও আব্দুর রহিম শহীদ হয়েছেন। শতভাগ বিদ্যুৎতায়িত দেশে বিদ্যুতের দাবিতে প্রথম শহীদদের নাম আব্দুর রহিম ও নুর আলম। এ সময় তারা আরো বলেন, শেখ হাসিনা আপনার বাহিনীদের প্রস্তুত থাকতে বলুন। জনগণের দাবি আদায়ে আমরা রাজ পথে আছি থাকবো। কিন্তু জাতীয়তাবাদীদের শেষ করা যাবে না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর, যুবনেতা মঞ্জুরুল হক খান, যুবনেতা মনিরুল সোহাগ, দেলোয়ার হোসেন ফরাজী, আব্দুর রউফ মন্ডল, নাজিরুল হক লিমন, আরিফুল হক, রফিকুল ইসলাম,ইঞ্জিনিয়ার শামছুর রহমান,মোস্তাফিজুর রহমান মোস্তাক, রকিবুল ইসলাম রকিব,সাইদুল ইসলাম মন্ডল প্রমূখ।