পাবনার ঈশ্বরদী টিএমএসএসের মাঠ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী টিএমএসএসের মাঠ কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম।।  দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের পাবনা জোনের অধীন পাবনা ও ঈশ্বরদী অঞ্চল কর্তৃক আয়োজিত সকল শাখার ফিল্ড অফিসারদের নিয়ে সংস্থার ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২২-২৩ অর্থ বছরের নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারনী কর্মশালা ৫ আগষ্ট ঈশ্বরদী অঞ্চল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পাবনা অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জোন প্রধান মোঃ সাইদুর রহমান।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া উপস্থিত মাঠ কর্মকর্তাদের কর্ম এলাকায় নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম চালানোর পরামর্শ দেন।তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলোও জন সাধারণের মধ্যে তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানোর পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।তিনি তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন।সারাদিন ব্যাপি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জোনাল প্রধান মোঃ সাইদুর রহমান।তিনি সংস্থার খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করার আহবান জানান।কর্মশালায় নাটোর ডোমেইনের পাবনা জোনের,পাবনা ও ঈশ্বরদী এরিয়ার ৯টি শাখার,শাখা প্রধান, ৫২জন মাঠ কর্মকর্তা ও ঈশ্বরদী এরিয়ার ভারপ্রাপ্ত এরিয়া প্রধান মোঃ সালাউদ্দীন অংশ নেয়।কর্মশালায় মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন, নতুন কর্মসূচী চিহ্নিত করে ঋণ বিতরন করার পাশাপাশি চলতি বছরে শতভাগ লক্ষ মাত্রা অর্জন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।