You must need to login..!
Description
স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত সহ ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে। বিদেশী মাদক উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার ও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।বিদেশী মাদক উদ্ধার করা হয়েছে।
এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাটগুদামস্থ ময়মনসিংহ বাস স্ট্যান্ড পাবলিক পয়লেটের পার্শ্বে জনৈক শরীফের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী আলীয়া মাদ্রাসা, কৃষ্টপুর দক্ষিণ পাড়া, মোঃ বাদশা মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে একটি স্টীলের ফোল্ডিং চাকু, যাহার একপাশ ধারালো, যাহা লম্বা অনুমান ১৪.৫ সেঃ মিঃ এবং বাটের অংশ অনুমান ৮.৫ সেঃ মিঃ, চাকুটি বাটের উভয় পার্শ্বে খয়েরী ও কালো রংয়ের প্লাস্টিক, পিন দ্ধারা আটকানো উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) উত্তম কুমার দাস অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাবলিক পরীক্ষা আইন মামলায় শেরপুর শ্রীবর্দী থানার উত্তর শ্রীবরদী, শ্রীবরদী সরকারী কলেজ সংলগ্ন মাহবুবুর রহমান ওরফে মাহাবুব রহমান (৩৮)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) অসীম কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর নিলক্ষীয়া খানপাড়া এলাকা হতে নিয়মিত মামলার আসামী চর নিলক্ষীয়া খানপাড়া, এনামুল খান(৩১), পিতা-সেলিম খান,ও মোঃ ছালাম খান (৫০), পিতা-আফতাব উদ্দিন খানকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের ২০৭নং কক্ষ হইতে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় আসামী মোঃ হাফিজুল ইসলাম(২৭), সাং-পাকাটিয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) টিটু সরকার ইসলাম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার দাপুনিয়া বাজার হইতে খেওয়াজানি যাওয়ার রাস্তার দাপুনিয়া বাজারস্থ সামাদ ইলেকট্রনিক এন্ড ডিজিটাল লাইটিং দোকনের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সুহিলা পশ্চিমপাড়া (আহাম্মদ মেম্বারের বাড়ী) রুবেল হোসেন (২৬), ও ২. মোঃ ওমর ফারুক (৩০)কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে সর্ব মোট ০৬ (ছয়) পুরিয়া কথিত হেরোইন, যার পলিথিন সহ ওজন ০৩ (তিন) গ্রাম, মোটমূল্য ৩০,০০০/- (ত্রিশহাজার) টাকা এবং বাংলাদেশী নগদ ৫২০/- (পাঁচশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) ফারুক আহম্মেদম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রমেশ সেন রোড, ৩২নং স্বদেশী বাজারস্থ ধৃত আসামী রেজুয়ান কায়সার জনি (৩৫), পিতা-মৃত মাঈন উদ্দিন সরকার এর মালিকানাধীন ৪র্থ তলা বিশিষ্ট বিল্ডিং এর ৪র্থ তলা হতে ০২জন মাদক ব্যাবসায়ী রমেশ সেন রোড, ৩২নং স্বদেশী বাজার থেকে রেজুয়ান কায়সার জনি (৩৫), ও সাকিব ভূইয়া (৩৬) কে ৮৩নং জেসি গুহ রোড, থেকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৯টি কাচের বোতলের ROYAL STAG BLENDED WHISKY, MADE IN INDIA লেখা আছে, যাহার প্রতিটির ওজন 750M.L এবং প্রতিটি বোতলের কর্ক আটকানো, ২। 0৬টি কাচের বোতলের MAGIC MOMENTS Remix GREENAPPLE FLAVOURED VODKA, MADE IN INDIA যাহার প্রতিটির 750M.Lএবং প্রতিটি বোতলের কর্ক আটকানো, সর্বমোট ১৫ (পনের) বোতল বিদেশী মদ, যাহার ওজন সর্বমোট 11.250 মি.লি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বায়তুল আকরাম জামে মসজিদের পিছনে সেলিমের টং দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর রামকৃষ্ণ মন্দিরের পিছনে হইতে ০১জন মাদক ব্যবসায়ী ১। মোঃ নাদিম(৩২), পিতামৃতঃ ফজলুল হক, মাতা-মমতা বেগম, সাং-৩৬, বাড়ী কলোনী, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ৪০(চল্লিশ)পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION I.P.2ml লেখা আছে, ওজন (৪০x২)=৮০(আশি) ml, উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া বাইপাস হতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে ০৩জন আসামী ভাটি ঘাগড়ার মোঃ ইসরাফিল হোসেন (৬৫), খোকন(২৮), ও ,মাঝিহাটির মোঃ সোহেল (৩৫)কে গ্রেফতার করেন।
এহাছাড়াও এএসআই(নিঃ) মাসুম রানা, মোজাম্মেল হক, আবুল হাসান প্রত্যেকে ০১টি করে জিআর এবং এসআই(নিঃ) কামাল হোসেন ০১টি সিআর এবং এএসআই(নিঃ) আলামিন ০১টি
সিআর সাজা বডি মোট ০৩টি জিআর, ০১টি সিআর এবং ০১টি সিআর সাজা তামিল করা হয়। জিআর পরোয়ানাভূক্ত আসামী -রগুরামপুর, সব্জিপাড়া গোলাপ হোসেন মীর ওরফে গুলো, চর ঈশ্বরদিয়া, মোঃ ইউসুফ আলী(৫০) ও চর ঈশ্বরদিয়ার মোহন আলী(২৫)কে গ্রেফতার করা হয়।
সিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামী খাগডহর, বর্তমানে মাইজবাড়ীর গোলাম মোস্তফা, সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী ২নং ষ্টেশন প্লাটফর্ম পাবলিক টয়লেট সংলগ্ন থেকে ইসমাইল হোসেন রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।