সর্বগ্রাসী সঙ্কটের দায় আওয়ামী সরকারের : এমরান সালেহ্ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন  দেশে চলমান সর্বগ্রাসী সঙ্কটের দায় আওয়ামী সরকারের, সরকারের ব্যার্থতা, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, ভুল ও অপরিনামদর্শী সিদ্ধান্ত এবং জবাবদিহিতাহীন ও কর্তৃত্ববাদী দুঃশাসন এই সঙ্কট ডেকে এনেছে।
তিনি আজ ৮ আগস্ট, সোমবার, বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজারে সদর ইউনিয়ন তাঁতী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সম্মেলনে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম যখন নিম্নমুখী তখন দুর্নীতি, লুটপাটকে জায়েজ করতে মধ্যরাতের ভোট ডাকাতির সরকার মধ্যরাতে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে।একই সাথে সমান তালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে।জনগণের আয় ইনকাম সঙ্কুচিত হয়ে গেছে। এক ঘন্টার নামে দৈনিক ১২/১৬ ঘন্টা লোডশেডিং চলছে।কল কারখানায় উৎপাদন হ্রাস পাচ্ছে।

এসব কারণে জনজীবনে বিরাজমান নাভিশ্বাস ,অস্থিরতা তীব্র থেকে তীব্র হচ্ছে। এই অবস্থায় দেশ অচল হবার উপক্রম। সরকারের মন্ত্রীরা তাদের ব্যার্থতায় দ্রুত অবনতিশীল পরিস্থিতি আড়াল করতে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। সরকারের মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে এমরান সালেহ প্রিন্স বলেন, দেউলিয়াত্ব থেকে বাচার জন্য ও শূন্য হতে যাওয়া কোষাগার পূর্ণ করতে সরকার জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছে।মন্ত্রীর এই বক্তব্যেই প্রমাণ হয় দেশের অর্থনীতি লন্ড-ভন্ড হয়ে গেছে।দুর্নীতি ,লুটপাট সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে।শুধু মেগা প্রজেক্ট নয়, গ্রাম গন্জের ছোট ছোট প্রজেক্টেও চলছে হরিলুট। ঘর দেয়ার নামে আওয়ামী নেতারা গরীব মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাত করছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে এমরান সালেহ প্রিন্স বলেন, পুরানো খেলোয়াড়রা দুর্নীতি ,লুটপাট করে হাইব্রিডে পরিণত হয়ে ব্রয়লার মুরগীতে পরিণত হয়েছে। গণ অভ্যূত্থানের ভয়ে ভীত হয়ে নির্বিচারে গুলি করে গণ আন্দোলনের কর্মী হত্যা করছে। গুলি,হত্যা করে আন্দোলন দমন করা যাবে না।
তিনি বলেন,এই গনবিরোধী সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে ।সরকার পরিস্থিতির দায় স্বীকার করে পদত্যাগ না করলে দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেন । তিনি দেশ ও জনগণকে বাঁচাতে সকলকে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার জন্য নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।
হালুয়াঘাট সদর ইউনিয়নের সীমান্তবর্তী শাপলা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে জনসভায় পরিণত হয়।
হারুন অর রশিদ মৃধার সভাপতিত্বে অনুস্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আকিকুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির,উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল হামিদ,আলী আশরাফ, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আদুল আজিজ খান ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ , বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ,উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি আবদুল লতিফ ,সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন,,জাসাস আহ্বায়ক রাশেদুল আলম, সদর ইউনিয়ন তাঁতী দলের সাবেক সভাপতি মোস্তফা মিয়া।