বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব‘র জন্মদিনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিনে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর টাউনহল প্রাঙ্গনে সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, এডভোকেট সাদেক খান মিল্কি টজু, এড পিযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দীন খান, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, সহ দফতর সম্পাদক মিজানুর রহমান ডেভিট, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, সাধারন সম্পাদক সেলিনা রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক আন্না আক্তার, সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা যুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, সদর উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রুমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে এডভোকেট জহিরুল হক বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মত একজন নারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিল বলে শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু ও জাতির জনক হতে পেরেছিলেন। তিনি আরো বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন সাধারণ নারী হয়েও শেখ মুজিব ও বাংলাদেশের প্রতিষ্টায় আড়াল (পিছন) থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুকে বুদ্ধি, সাহস, সুপরামর্শ দিয়ে আসছিলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশ ঘটছে। ওদের থেকে সাবধান থাকতে হবে। দলে নিবেদিতদের নিয়ে রাজনীতি করতে হবে। ওরা দলের জন্য মারাত্বক ক্ষতিকারক। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর ছিদ্দিক।

ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাতা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মদিন ৮ আগষ্ট যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে। সকাল সাড়ে ৮টায় টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিশাল কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি ও যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকল শহীদদের স্মরণে নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জন্মদিন উপলক্ষে টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক বিলকিস খানম পাপড়ী। স্বপ্না খন্দকারের সঞ্চালনায় অনেকেই বক্তব্য রাখেন। অপরদিকে বাংলাদেশ যুব মহিলা ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক অধ্যাপক বিলকিস খানম ও যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার নেতৃত্বে সংগঠনের অন্তর্গত ১৩টি উপজেলার সকল ইউনিটে দিবসটি পালনের জন্য নির্দেশ দিয়েছেন।