আব্দুল খালেক পিভিএম ।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জ ডাইরেক্টর মোঃ রাসেল আহমেদ গতকাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।তিনি জেলা কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফারুক আহমেদ।পরে এ উপলক্ষে জেলার সকল কর্মকতা ও কর্মচারীদের সাথে রেঞ্জ ডাইরেক্টর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা ও মতবিনিময় সভায় বাহিনীর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাজশাহী রেঞ্জ ডাইরেক্টর মোঃ রাসেল আহমদ ও সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফারুক আহমেদ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ জসিম উদ্দিন,সদর উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ গোলাম মওলা,সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ সোহেল রানা,উপজেলা প্রশিক্ষক জাইদুর রহমানসহ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে কর্মরত বাহিনীর সাধারণ ও আনসার ব্যাটালিয়ানের অনেক সদস্য।