স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ রবিবার (৭ আগস্ট) বিকেলে র্যাব-১৪’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধীতপুর বাজারের মিলন মিয়ার দোকানের সামনে অভিযান পরিচালনা করে জাল ডলারসহ দুর্গাপুরের সুহেল মিয়া (৩৫) এবং বাসাতির মো. আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের নিকট হতে ৩২১টি জাল আমেরিকান ডলার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।
র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতিতে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই আমেরিকান জাল ডলারের ব্যবসা করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিল। ইতোমেধ্য গ্রেফতরাকৃতদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।