ময়মনসিংহে আশুরায়  ইমাম হাসান হুসেনের স্মরণে তাজিয়া মিছিল

ময়মনসিংহে আশুরায় ইমাম হাসান হুসেনের স্মরণে তাজিয়া মিছিল

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ
পবিত্র মহররম উপলক্ষে ইমাম হাসান হুসেনের স্মরণে ময়মনসিংহে কোরায়শী পঞ্চায়েত কমিটির উদ্দ্যোগে মিলাদ মাহফিল ও আশুরা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ইমাম বারা, পিলখানা গাঙ্গিনার পাড়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মহররম উপলক্ষে মঙ্গলবার দুপুরে এই তাজিয়া মিছিল হয়।


মিছিলটি গাঙ্গিনার পাড় থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে মহারাজা রোড দিয়ে ছোট বাজার হয়ে জেলা স্কুল মোড় ঘুরে বাউন্ডারি রোড হয়ে নতুন বাজার মোড় ঘুরে আবারো গাঙ্গিনার পাড় এসে পিলখানায় গিয়ে শেষ হয়। মিছিলকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা প্রতিরোধ, আইন শৃংখলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ,

পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ওয়াজেদ আলী ও ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ নিরাপত্তা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালন করেন। ফলে অনাকাঙ্ক্ষিত কোনঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে তাজিয়া মিছিল শেষ হয়। এছাড়া পাটগুদাম অবাঙ্গালী ক্যাম্প থেকে পৃথকভাবে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি অবাঙ্গালী ক্যাম্প থেকে বের নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো অবাঙ্গালী ক্যাম্পে গিয়ে শেষ হয়।

LATEST POSTS