এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া খেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ডিক্রীভূমি গ্রামের কবরাস্থান থেকে কবর খুঁড়ে দুই জনের কংকাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৯ আগষ্ট) দিবাগত রাতের কোন এক সময় কংকাল চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বিপ্লব মির্জা।
রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় তার ইউনিয়নের পাহাড় অনন্তপুরের ডিক্রীভূমি গ্রামের মৃত রশিদের কবরাস্থান থেকে কবর খুঁড়ে মৃত রশিদ (৫৬), মৃত রমজান আলীর (৬৫) কংকাল চুরি করে নিয়ে যায়। এক বছর আগে তারা স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছিলেন। বুধবার (১০ আগষ্ট) সকালে বিষয়টি জানাজানি হয়। ইউপি সদস্যকে খোঁজ নিতে বলা হয়েছে।
ইউপি সদস্য বিপ্লব মির্জা জানান, তিন মাস আগে ঐ কবরাস্থানের পাশেই অপর একটি কবরাস্থান থেকে তিন জনের কংকাল চুরি হয়েছিল। কবরাস্থান থেকে কংকাল চুরি নিয়ে গ্রামে আতংক বিরাজ করছে।