You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িসহ ২৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার ও আদালতের নির্দেশ বাস্তবায়নে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আজ সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে১৪ জুয়াড়িসহ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম এবং এসআই(নিঃ)মানিকুল ইসলাম পৃথক পৃথক অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার ভাবখালী ০৬নং ওয়ার্ড বিলপাড় এলাকা সহ থানা এলাকা হতে মোট ০৮জন জুয়াড়ীকে আটক করে প্রসিকিউশন মোতাবেক বিজ্ঞ কোটে চালান করা হয়। জুয়াড়ীদের নিকট হতে নগদ ৬২০/- (ছয়শত বিশ) টাকা যার মধ্যে ১০০/-টাকার নোট ০৪টি, ৫০/-টাকার নোট ০২টি, ২০/-টাকার নোট ০১টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, কোতোয়ালী থানার চর খরিচা গ্রামের কাজল(২৪), আলামিন(২১), দেলোয়ার হোসেন(২০) ফরহাদ(২৫), সোহেল(২০), ভাবখালীর মোঃ হুরমুজ আলী (৩৫) ,যতিন্দ্র রবি দাস (৪০) ও মোঃ রতন মিয়া (৩৮)।
এসআই (নিঃ) আরিফু ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া মাদ্রাসা কোয়ার্টারস্থ ধৃত আসামী মোঃ দুলাল মিয়া এর ভাঙ্গারীর গোডাউনের ভিতর হইতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ০৯জন জুয়াড়ী আটক করেন এবং জুয়াড়ীদের নিকট হতে সর্বমোট ১৩,৮০০/-(তের হাজার আটশত) টাকা এবং ৫২টি তাস যাহার কভার পৃষ্ঠায় ঘড়ির ছবিযুক্ত, ৫০টি তাস যাহার কভার পৃষ্ঠায় ডলারের ছবিযুক্ত এবং ০১টি বিছানার চাদর যাহার রং লাল উদ্ধার করা হয়।জুয়াড়ীরা হলেন, -৪২/৭, বাউন্ডারী রোড, মোঃ শফিকুল ইসলাম (৪৫), মোঃ দুলাল শেখ(৫০), ২৭/১, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, মোঃ মাসুদ মিয়া(৫০),৫৬/এ, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার মনসুরুল মান্নান(৬৫), নওমহল নন্দীবাড়ীর তোবারক হোসেন(৬০), ৬০/ডি, আরকে মিশন রোডের ৬। জাহাঙ্গীর (৪৮), নাসিরাবাদ বাইলেনের কামাল হোসেন(৪৫), আবুল হোসেন(৪৮), এপি সাং-দূর্গাপুর, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, ও ২০নং কলেজ রোড, গোরস্থানের গেইটের সিরাজুল ইসলাম সিরাজ(৫০)।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার কাচারী মোড় কোর্ট এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে -সারদা ঘোষ রোডের রুটিওয়ালাপাড়া (সেলিম উকিলের বাসার ভাড়াটিয়া), (ভাসমান), বিপ্লব সরকার বিল্লু(২৭)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম র্যালী মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় সন্দিগ্ধ কেওয়াটখালী, এপি-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, আসামী হিসাবে ১। মোঃ রাব্বি(২৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তানভীর আহমেদ সিদ্দিকী এর নেতৃত্বে তিনকোনা পুকুর পাড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে গোহাইলকান্দি মীরবাড়ী, মিলন মিয়া(২৫)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ফারুক আহমেদ সিদ্দিকী এর নেতৃত্বে অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া বাইপাস এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। উজান ঘাগড়ার মোঃ শাওন ওরফে স্বপন(২০)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কমল সরকার এর নেতৃত্বে অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার ছোট বাজার এলাকা হতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে নেত্রকোনার খালিয়াজুড়ীর বড়হাটির প্রান্ত সরকার(২০)কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বেঅভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার রহমতপুর বাইপাস এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে ১। নুরুজ্জামান (৩০), পিতামৃতঃ নুর মোহাম্মদ, সাং-তিতপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে অভিযান চালি্য়ে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ, চকনজু এবং দিঘারকান্দা এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় আসামী পাড়াইল গ্রামের নয়ন মিয়া (৩০), চকনজুর আশরাফুল ইসলাম (২০), আঃ রাজ্জাক মেম্বার (৪২)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই(নিঃ) ছামিউল হক অভিযান চালি্য়ে ১টি সিআর বডি তামিল নকরা হয়। সিআর মামলার পরোয়ানাভূক্ত আসামী চর গোবিন্দ গ্রামের মোঃ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।