ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ মামলার মুলহোতাসহ গ্রেফতার ১৪

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিয়ান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই তাইজুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সের নেতৃত্বে অত্র ভাবখালী ব্রহ্মপুত্র নদের চর থেকে চার জুয়াড়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোঃ সুবল, মশিউর রহমান বাবু, আবুল কালাম ও মোশারফ হোসেন। এসআই দিদার আলম সংগীয় অফিসার ও ফোর্সের নেতৃত্বে সানাদিয়া থেকে অসামাজিক ও গনউপদ্রপ সৃষ্টির অপরাধে ২৯০ ধারার অপরাধে দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোকসেদুল ইসলাম ও মোছাঃ নূরজাহান। এসআই আনোয়ার হোসেন-২ এর নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ লিটন, এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম ফুলপুরের বাকুলীকান্দা এলাকা থেকে অপহরন মামলার আসামী রাজীর নিয়া, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চুরি মামলার আসামী কুলসুম ওরফে আসমা, এসআই আনোয়ার হোসেন-১ এর নেতৃত্বে একটি টীম উজান বাড়েরা এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ আব্বাস মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আরিফুল ইসলাম, এএসআই আনোয়ার হোসেন, সোহেল রানা এবং এএসআই শাহজালাল পরোয়ানাভূক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ শাহিন, রফিকুল মোঃ আবুল কালাম ও মোঃ সোহাগ। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার