আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের আওতাধীন দীঘাপতিয়া অঞ্চল কর্তৃক আয়োজিত টিএমএসএসের মাঠ পর্যায়ের সদস্যদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে হযরতপুর শাখা কার্যালয়ে,১৩ আগষ্ট এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের হযরতপুর শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ খালেদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদস্যদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের দিঘাপাতিয়া এরিয়ার,এরিয়া প্রধান এ এম মোহাম্মদ মনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের কৈশোর কর্মসূচীর সোশ্যাল প্রোগ্রাম অফিসার তানজিলা আক্তার খুশি।সারাদিন ব্যাপী এ কর্মশালায় সদস্যদের নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন দিঘাপাতিয়া এরিয়ার,এরিয়া প্রধান মোঃ এএম মোহাম্মদ মনিরুল ইসলাম ও হযরতপুর শাখার ম্যানেজার মোঃ খালেদ রায়হান।কর্মশালায় টিএমএসএসের এ কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি,স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন ও হাইজিন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা করা হয়।এ কর্মশালায় দিঘাপাতিয়া এরিয়ার হযরতপুর শাখার আওতাধীন ২৫ জন সদস্য অংশ নেয়। কর্মশালা শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল সদস্যদের সামান্য উপকরণ বিতরণ করা হয়।