১,৩৯৬ কোটি টাকা পাচারের মামলার আসামি শহীদুল আলম গ্রেপ্তার

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর  এক হাজার ৩৯৬ কোটি টাকা পাচারের অভিযোগে ২৯ মানিলন্ডারিং মামলার আসামি মো. শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে ।

রোববার (১৪ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আসামি মো. শহীদুল আলম ও তার অন্যান্য সহযোগী মিলে ৪ টি ভুয়া প্রতিষ্ঠান খুলেন। মেসার্স এগ্লোবিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই এগ্রো এলসি, হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল নামীয় এসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ক্যাপিটাল মেশিনারি আমদানির ঘোষণা দেন। পরে এসব প্রতষ্ঠানের নামে বিপুল পরিমাণ মদ, সিগারেট, এলইডি টিভি, গুড়াদুধ ও ফটোকপির মেশিনসহ বিভিন্ন পণ্য আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে মোট এক হাজার ৩৯৬ কোটি ১৪ লাখ টাকা পাচার করেছেন তিনি। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার