জাতীয় শোক দিবস পালন করেছে ঈশ্বরগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিস

image

You must need to login..!

Description

ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে,  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২২ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭ তম শাহাদতবার্ষিকী পালনের অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ করেছে সাবরেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দলিল লিখক সমিতির সদস্যরা। সোমবার সকাল ১০ টায় ওই পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে সাবরেজিষ্ট্রি অফিসের হল রুমে জাতীয় সোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ইতিহাস এবং জাতীয় শোক দিবসের সার্বিক আলোচনা করেন সাবরেজিষ্ট্রার মোঃ নোয়াজ মিয়া, এসময় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারি সৈয়দা শামীমা বিলকিস, দলিল লিখক সমিতির সভাপতি মোঃ হানিফ উদ্দিন, সাবেক সভাপতি কায়সার আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, সদস্য জৌতি রঞ্জন সরকার, সুজিত দে, সহ সকল দলিল লিখকবৃন্দ, নকল নবীশ সভাপতি মোঃ মঞ্জুর কবীর, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান পারভেজ সহ সকল নকল নবীশবৃন্দ এবং সাবরেজিষ্ট্রি অফিসের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।