বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।। জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের উদ্যোগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ার টিএমএসএস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করেছে।টিএমএসএস পরিচালিত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গ প্রতিষ্ঠানসমূহেও দিবসটি পালিত হয়।১৫ আগস্ট বিকালে বগুড়ার মমইন বিনোদন জগতের ময়না মঞ্চে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।“জাতির জনক বঙ্গবন্ধুর দার্শনিক উন্নয়ন চেতনা ও বৈষম্য বিলোপ বিষয়ক করনীয় ও অভিমত গ্রহণ”শিরোনামে আলোচনায় বক্তারা অংশ গ্রহণ করেন।মূল আলোচক ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোজাফফর হোসেন ও টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-৩ সেকটর প্রধান মোঃ সোহরাব আলী খান।অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসেনে আরা বেগম,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র এ্যাডভাইজার প্রফেসর ড.এম আফজাল হোসেন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা.মোঃ মতিউর রহমান,পরিচালক মাহবুবর রহমান মিল্টন,পরিচালক মোঃ আব্দুস সালাম,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মাহবুবর রহমান,টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান ও পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খাঁন প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র উপদেষ্টা মোঃ ইজার উদ্দিন।অনুষ্ঠানে টিএমএসএস এর বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মীবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।