আব্দুল খালেক পিভিএম ।। জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের হেল্থ সেক্টরের আওতাধীন দিনাজপুর জেলার করিমপুর বীরগঞ্জ টিএমএসএস পরিচালিত ফাতেমা তুজ জোহরা রাঃ হাসপাতাল ও টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের উদ্দোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উৎযাপন করা হয়।এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন,ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন,বিশেষ আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে টিএনআই এর অধ্যক্ষ খালেদা আক্তার কল্পনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিবিকাঞ্চন চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মন্ডল।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন আরএমও ডাক্তার জি কে এম শাফায়েত হোসেন ও মেডিকেল অফিসার ডাক্তার সালসাবিল সেমন্তী।১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ফাতেমা তুজ জোহরা রাঃ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা,কর্মীবৃন্দ, নাসিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকাবাসী,শিক্ষার্থী অভিভাবক,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিতে বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে সরব সুশৃংখল ও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন টিএমএসএস ফাতেমাতুজ জোহরা রাঃ হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন।পরে উপস্থিত সকলের মধ্যে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।