সিলেট রেঞ্জে আনসার-ভিডিপি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সিলেট রেঞ্জে আনসার-ভিডিপি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম।।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উদ্দোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বাষিকী উপলক্ষে ১৫ আগস্ট আনসার ভিডিপি সিলেট রেঞ্জ ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল,বিশেষ মোনাজাত, জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ নগরীর প্রধান প্রধান সড়কে শোক র‌্যালী।শোক র‌্যালী শেষ আনসার-ভিডিপির সিলেট রেঞ্জের প্রশিক্ষণ হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন আনসার ভিডিপি’র সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল আহমেদ।অন্যদের মধ্যে আনসার ভিডিপির সিলেট রেঞ্জের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,সিলেট জেলা কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ব্যাটালিয়ান আনসার, অংগিভূত আনসার সদস্য, ভিডিপি, টিডিপি সদস্য, ক্যাম্প সংস্থায় নিয়োজিত সাধারণ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ প্রমুখ।