স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের উদ্যোগে শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন দাপুনিয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গত সোমবার (১৫আগস্ট) বিকালে দাপুনিয়া বাজারে সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মিলন আহমেদ,মনিরুজ্জামান মনির সাবেক সদস্য জেলা সেচ্ছাসেবকলীগ মনজু শেখ। সাবেক ত্রীড়া সম্পাদক শ্রমিক লীগ দাপুনিয়া ইউনিয়ন,আবু রায়হান, রাজু আহমেদ,শাকিল হোসেন,নাইম ইসলাম,নাজিরুল ইসলামের নেতৃত্বে দোয়া ও খাবার বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জনাব এ.কে.এম.আফজালুর রহমান বাবু।
আরও উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ বি এম নূরুজ্জামান খোকন,ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল,সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, ময়মনসিংহ সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রাজিবুল হাসান বিপ্লব , ও সাধারণ সম্পাদক শানিনুর রহমান সাগর সহ আরো অন্যন্য নেতৃবৃন্দ।
এসময় বাঙালি জাতির স্বপ্নদ্রষ্ট্রা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিরোধী সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান বক্তারা।