
You must need to login..!
Description
ফারুক ইফতেখার সুমন, ঈশ্বরগঞ্জ থেকে ১৭ আগস্ট ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা করে দলটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফিক, বজলুল রহমান, ড. উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, আবু বক্কর ছিদ্দিক দুলাল ভূইয়া, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, এড. এমদাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, প্রচার সম্পাদক পলাশ গুণ, সহ-প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাস আনোয়ার, উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক কাজি জিয়াউল হক শুভ্র, রফিকুল ইসলাম রবি, মুখলেছুর রহমান মানিক সহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।