গাজীপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম ।।  গাজীপুরের সফিপুর আনসার- ভিডিপি একাডেমীতে সাধারণ আনসারের মৌলিক প্রশিক্ষণের ৬ষ্ঠ ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান,বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি’র কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে খোলা মাঠে সবুজ জিপে চড়ে বাহিনীর মহাপরিচালক প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।পরে এ উপলক্ষে নবাগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বাহিনীর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।তিনি নবাগত প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।সারা দেশ থেকে মোট ৯৮৬ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।এদের মধ্যে ড্রিলে প্রথম স্থান অর্জন করেন মোঃ রাসেল হোসেন,ফায়ারিংয়ে সেরা মোঃ কবির হোসেনসহ সকল চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন সুজন লাকড়া। বর্তমানে সারা দেশে ৫ হাজার ১শ ১৪টি প্রতিষ্ঠানে ৫৪ হাজারের অধিক সাধারণ আনসার দেশের জন নিরাপত্তায় অবদান রেখে চলেছে।এ সময় বাহিনীর উর্ধ্বতন কর্মকতাবৃন্দ,প্রশিক্ষণে নিয়োজিত বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা,আনসার একাডেমির ব্যাটালিয়ান আনসার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।