শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন আজ

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ

গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে নেত্রকোনা, কেন্দুয়া ও ময়মনসিংহের গৌরীপুরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা জ্ঞানেন্দ্র সরকার হোমিও চিকিৎসক ও মা বিমলা সরকার ছিলেন গৃহিণী।

১৯৬৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেন। ১৯৬৪ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলার প্রভাষক হিসাবে যোগ দেন। ২০০২ সালে অবসর নেন।

১৯৬৭ সালে কানন আইচকে বিয়ে করেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় নিজ বাসভবনে বসবাস করছেন।

যতীন সরকার ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’, ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’, ‘মানবমন, মানবধর্ম ও সমাজবিপ্লব’, ‘বাংলাদেশের কবিগান’, ‘বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘সংস্কৃতির সংগ্রাম’, ‘ব্যাকরণে ভয় অকারণ’, ‘গল্পে গল্পে ব্যাকরণ’, ‘জালাল গীতিকা সমগ্র’, ‘ইতিহাসের দর্শন ও বাঙালির মুক্তিযুদ্ধ প্রসঙ্গ’সহ ৬০টির বেশি বই রচনা ও সম্পাদনা করেছেন। তিনি অসাধারণ বাগ্মিও।

২০১০ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও ২০০৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার