You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সকল ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। ‘ধর্ম যার যার,রাষ্ট্র সবার’ নীতির আলোকে বিএনপি সকল ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের এই দিনটিকে বিএনপি সরকার সরকারী ছুটি হিসেবে ঘোষনা দিয়েছিল। তিনি বলেন,শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল অত্যাচারী রাজার নিষ্ঠুর দুঃশাসনের যুগে। শ্রীকৃষ্ণ সেই নিষ্ঠুর শাসনকে দমন করে ন্যায়,সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হিন্দু সম্প্রদায়ের জনগণকে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমাজে ন্যায় বিচার,মানবিকতা প্রতিষ্ঠা করার আহবান জানান । জন্মাষ্টমী উপলক্ষে তিনি সকলেকে নিজের ও বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
জন্মাষ্টমী উপলক্ষে হালুয়াঘাট সনাতন যুব সংঘের উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য শোভাযাত্রায় সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হালুয়াঘাট পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সহ সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক আশোক সরকার অপু,হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যান আবদুল আজিজ খান, হালুয়াঘাট পৌরসভার কমিশনার মনিরুজ্জামান স্বাধীন, সনাতন যুব সংঘের স্বপন ধর, সমীর সরকার বক্তব্য রাখেন। পরে এমরান সালেহ প্রিন্সসহ অতিথিবৃন্দ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন।