মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধারে ডিবির ওসি শাহ কামাল পুরস্কৃত

মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধারে ডিবির ওসি শাহ কামাল পুরস্কৃত

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা পুলিশের কল্যাণ সভা বুধবার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুন হতে সেপ্টেম্বর মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্বশীল ভুমিকা পালন করায় একাধিক পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দকে শৃঙ্খলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্বশীল ভুমিকা পালন করায় সনদপত্র প্রদানসহ পুরস্কৃত করেন পুলিশ সুপার আহমার উজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, জয়িতা শিল্পী, ফজলে রাব্বীসহ বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক (ওসি)সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।