You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ১৯ আগস্ট প্রগতি লেখক সংঘ, ময়মনসিংহ জেলা শাখা আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। । অনুষ্ঠানের শুরুতেই সংগীত পরিবেশন করেন, উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ শাখার শিল্পীবৃন্দ। আলোচনা সভায়-‘বঙ্গবন্ধুর ভাবনাজগত-নয়াচীন ভাবনার সূত্র ধরে’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনা করেন-সংগঠনের (সাবেক সভাপতি) বর্তমান কমিটির উপদেষ্টা ডা.প্রদীপ চন্দ্র কর।
প্রবন্ধের উপর আলোচনা করেন – বিশিষ্ট ছড়াকার ও গবেষক স্বপন ধর, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, কবি ইয়াজদানী কোরায়শী কাজল। উপস্থাপিত প্রবন্ধের উপর আরো আলোচনা করেন মুক্তিযোদ্ধা বিমল পাল, মুনশি অনন্য রাজ্জাক, কামরুল হাসান রুবেল প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ছড়াকার সনৎ কুমার ঘোষ। প্রথম পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সংগঠনের সহ-সভাপতি কথাশিল্পী দিলরুবা সুলতানা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- কবিতা ও ছড়া পাঠ পর্বে – কবিতা ও ছড়া পাঠে অংশ গ্রহণ করেন নিম্ন লিখিত কবি – ছড়াকার এবঙ বাচিক শিল্পীবৃন্দ–কবি রোকসানা আফরীন, রোকেয়া রোকন, আশিক আকবর, তাছাদ্দুক হোসেন, ডেভিড অলোক মন্ডল, সালিম হাসান, জেবুন নেছা রীনা, মুনশী অনন্য রাজ্জাক, চর্যা হাসান, আমজাদ দোলন, রঞ্জিত সরকার আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, তাহমিনা রহমান, রাহমান হাবিব, বিমল পাল, বিল্লাল মাহমুদ মানিক, জয়শ্রী পোদ্দার প্রমুখ।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন – সংগঠনের সহ সভাপতি কবি- কথাশিল্পী তাহমিনা রহমান। পাঠপর্বের সঞ্চালনা করে সাব্বির রেজা। প্রগতি লেখক সংঘের আহবানে যাঁরা উপস্থিত থেকে ‘জতীয় শোক দিবসের’ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডীত করেছেন -তাঁদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানায় প্রগতি লেখক সংঘ, ময়মননিংহ জেলা শাখা।