বগুড়ায় টিএমএসএস সদস্যদের ব্রয়লার মুরগী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস সদস্যদের ব্রয়লার মুরগী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আব্দুল খালেক পিভিএম।।  দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের উপকার ভোগী সদস্যদের কালার ব্রয়লার মুরগী পালন বিষয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন ২১আগস্ট অনুষ্ঠিত হয়।টিএমএসএসের বগুড়া জোনের আওতাধীন Lift প্রকল্পের অধীন টিএম এস এস শেরপুর অঞ্চল কর্তৃক আয়োজিত শেরপুর-১শাখা কার্যালয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে শেরপুর শাখা প্রধান মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শেরপুর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আনিসুর রহমান।প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ রেহেনা পারভিন ও কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমুখ।টিএমএসএস পরিচালিত পিকেএসএফ এর সহায়তায় টিএমএসএসের উপকারভোগী সদস্যদের মধ্যে কালার ব্রয়লার মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।এ প্রশিক্ষণ কর্মশালায় টিএমএসএসের উপকার ভোগী ২৫ জন সদস্য অংশ নেয়।কর্মশালায় শাখার সকল কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।