এনায়েতুর রহমান ফুলবাড়ীয়া থেকেঃ ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তিতে কেক কেটে উদযাপিত করে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমাইল বদ্দর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেশের দূর্যোগ মোকাবেলায় সরকারের সাথে অসহায় দূস্থ্যদের পাশে ছিলেন আছে। আমি দেখেছি তারা বাল্য বিবাহ,শিশু নির্যাতন নিয়ে কাজ করে এটা আমার কাছে অনেক ভালো লাগে।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা-মো. রুবেল সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যানদের আরও উপস্থিত ছিলেন, পিএফএ-তে ভিডিসি, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে কমিউনিটি পর্যায়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এছাড়া ৫০ বছরের পথচলায় একটি ভিডিও ডকুমেন্টারি ও থিম শেয়ার করেন প্রোগ্রাম অফিসার – শ্যামলা শান্তি কোরাইয়া। WVB-এর 50 বছরের যাত্রার কথা জেনে প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন এবং তাদের সম্প্রদায়ের জন্য ভাল কাজ করার জন্য এটি তাদের অনুপ্রাণিত করেছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ।