স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মতি মিয়া নামে করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিশারথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন ওই এলাকার সোলায়মান মিয়ার ছেলে। আটক মতি মিয়া নিহত কামাল হোসেনের আপন চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিশারথপুরের কামাল হোসেনের সঙ্গে চাচাতো ভাই মতি মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। রোববার সন্ধ্যার পর ওই গ্রামে বাড়ির কাছে ছুরিকাঘাতে আহত কামাল হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কামালের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি টিপু সুলতান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে মতি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।##