ময়মনসিংহ রেঞ্জের ৫ শ্রেষ্ঠ পুলিশ অফিসারের মাঝে পুরস্কার বিতরণ করেছেন রেঞ্জ ডিআইজি-ব্যারিস্টার হারুন

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএটিভি নিউজ: ময়মনসিংহ পুলিশের রেঞ্জ অফিস কাজের সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশের ৫জন কর্মকতাসহ ৬ জনকে পুরস্কৃত করেছে। আজ বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার তুলে দেন।


এসময় রেঞ্জ ডিআইজি বলেন, টিকসই উন্নয়নের জন্য টিকসই নিরাপত্তা প্রয়োজন। এজন্য অপরাধের উৎপত্তিস্থল খুঁজে বের করতে হবে। বর্তমান আইজিপির পরামর্শে তৃণমুলে বিট পুলিশিংয়ের মাধ্যমে সেই কাজটি করা হচ্ছে। ময়মনসিংহ ময়মনসিংহ রেঞ্জাধীন ৪টি জেলার ৩৬টি থানার একটি সিটি করপোরেশন, ২৬টি পৌরসভা, ও ৩৫১টি ইউনিয় পরিষদ এলাকায় ৪৬৯টি বিটে ভাগ করে প্রতিটি বিটে একজন এসআই, একজন এএসআই ও দুইজন কনস্টেবল পদমযার্দার পুলিশ দায়িত্ব পালন করছে। বিট এলাকায় কোন অপরাধ ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। এছাড়া রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষনিক মনিটর করা হচ্ছে। বিট পুলিশিংয়ের ফলে ময়মনসিংহে অপরাধ দমনে সাফল্য আসছে।
রেঞ্জের শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ সার্কেল অফিসার শেরপুর জেলার নালিতাবাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, রেঞ্জে ১৫ বারের মতো শ্রেষ্ঠ ডিবির অফিসার ময়মনসিংহ জেলার ডিবির অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ সোহেল রানা ও জামালপুর জেলার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লতিফ মিয়া। শ্রেষ্ঠ পরোয়ানা নিষ্পত্তিকারী কর্মকর্তা শেরপুর শ্রীবরদী থানার এএসআই মোঃ নজরুল ইসলাম।
এছাড়া ব্যতিক্রমী ময়মনসিংহে রেঞ্জ বিট পুলিশিং এর কাযক্রমের মাধ্যমে ‘৯৯৯’ কল ব্যবহার অপরাধ দমনে সহায়তা করায় শ্রেষ্ঠ সংবাদদাতা হিসেবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নাশুল্লা গ্রামের মোঃ লাল মিয়াকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এসময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ পুলিশের র্উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার