কুমিল্লায় টিএমএসএসের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১০,কুমিল্লা ডোমেইন কর্তৃক আয়োজিত,কুমিল্লা ডোমেইনের আওতাধীন সকল জোন,অঞ্চল ও শাখা প্রধানদের নিয়ে বিগত ২০২১-২২ অর্থ বছরের কার্য অগ্রগতি অর্জন বিশ্লেষণ ও নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নির্ধারনী কর্মশালা ২৩ আগস্ট কুমিল্লার ধনপুরের ব্যুরো বাংলাদেশ এর প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের কুমিল্লা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রধান আলোচক টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও অর্থ বিভাগের পরিচালক মোঃ আবুল বাশার ভূইয়া প্রমুখ।প্রধান অতিথি উপস্থিত সকল কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।তিনি এ প্রতিষ্ঠানের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য কমকর্তাদের প্রতি আহবান জানান।পরিচালক মাহবুবুর রহমান কর্মকর্তাদের বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।পরিচালক মোঃ আবুল বাশার ভূইয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের জীবনমান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।বিশেষ অতিথি ও কর্মশালার প্রধান আলোচক টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নিজ নিজ কর্ম এলাকায় নতুন, নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম চালানোর জন্য আহবান জানান।তিনি কর্মশালায় নতুন ২০২২-২৩ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের সম্ভাবনা,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বার্ষিক বাজেটের টার্গেট পূরণ করতে সকলের প্রতি আহবান জানান।তিনি উপস্থিত মাঠ কর্মকর্তাদের কর্মে সতেজকরন ও বিভিন্ন উৎসাহ প্রদান করেন।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতি গুরুত্ব দিতে হবে।তিনি তৃনমূলের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সেগুলি বাস্তবায়নের আশ্বাস দেন।কর্মশালায় কুমিল্লা ডোমেইনের আওতাধীন-৪টি জোনের-জোন প্রধান,২১টি এরিয়ার-এরিয়া প্রধান ও ৭২টি শাখার-শাখা প্রধানগন অংশ নেয়।কর্মশালায় মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।মাঠ পর্যায়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণ করার পাশাপাশি চলতি অর্থ বছরের শতভাগ লক্ষ মাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় অন্যদের মধ্যে টিএমএসএসের সহকারী ডোমেইন প্রধান মীর মতিয়ার রহমান ও উপনির্বাহী পরিচালক-৩ এর একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার