ময়মনসিংহে আন্ত:জেলা প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে আন্ত:জেলা প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। দুপুরে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন এসব তথ্য জানান।
র‌্যাব অধিনায়ক জানান, নকল স্বর্ণের বিনিময়ে প্রতারণার মাধ্যমে অর্থ ও আসল স্বর্ণ হাতিয়ে নেয়ার অভিযোগে ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ ও ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় আন্ত:জেলা সংঘবদ্ধ প্রতারকচক্রের সাত সদস্যকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে ১০টি নকল স্বর্ণের বার, তিনটি পিতলের চামচ, সিএনজি অটোরিকসা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা প্রতারণার দায় স্বীকার করেছে বলেও জানান তিনি। সংঘবদ্ধ প্রতারক চক্রের সদসরা মোঃরুবেল মিয়া (৩০), দ্বিতপুর, মোঃ  শিপন (২৮), সাং-সাধুরগোলা, উভয় থানা- ঈশ্বরগঞ্জ, ৩। আমিনুল  ইসলাম (২৫), আব্দুররশীদ (৩৫), উভয় সাং- খইয়েরচালা, থানা- ফুলবাড়ীয়া, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে   স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের বার ১০ টি, স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতলযুক্ত চামচ ০২ টি, স্বর্ণ সদৃশ নকল স্বর্ণের হাতল ছাড়া চামচ ০১ টি, পপ্লাল মেটাল পলিশ ০১ টি, হাতলসহ এক্স ব্লেড ০১ টি,  ড্রিল মেশিন ০১ টি, সিএনজি অটোরিক্সা ০১টি, ০৮। মোবাইল ০৫ টি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হতে ১৮ নভেম্বর সকালে  সংঘবদ্ধ চক্রের সদস্য  মোঃ মোশাররফ হোসেন (৩২), সাইফুল (৩৫), মোঃরাব্বিল হাসান (২৫), সাং- চরলক্ষীপুর, থানা- কোতোয়ালী, সর্বজেলা- ময়মনসিংহদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণ উক্ত ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে  স্বীকারোক্তি প্রদান করেছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার